01713248557

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড


চাঁপাইনবাবগঞ্জে রুবেল হোসেন ডালিম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায়, একই পরিবারের একজনকে যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে জিয়ারুল ওরফে রেজাউল ওরফে ঝাটু নামে ১যুবককে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেয়া হয়। সেই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাস কারাদন্ড দেয়া হয়। একই মামলায় তার ভাই মিজানুর রহমানকে ৫ বছর কারাদন্ড, ৫হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড, অপর ভাই আমিরুল ইসলামকে ও ভাতিজা রুবেল হোসেনকে ১ বছর করে কারাদন্ড, ১ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১ মাস করে কারাদন্ডের আদেশ দেন আদালত। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় তসিকুল ইসলাম নামে ঝাটুর অপর এক ভাইকে বেকসুর খালাস দেন আদালত। দন্ডিত ঝাটু, মিজানুর ও আমিরুল পরস্পর সহদোর ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কাজীপাড়া টেন্ডারপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। দন্ডিত রুবেল দন্ডিত আমিরুলের ছেলে। অপরদিকে নিহত ডালিম একই গ্রামের আবুল কাসেমের ছেলে। আজ দুপুরে সকল আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম রায় ঘোষণা করেন।
এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ২৩ এপ্রিল সকালে নিহতের চাচাতো ভাই আল আমিনের গায়ে ট্রাক্টরের ধাক্কা লাগা নিয়ে দন্ডিত আমিরুলের বাক-বিতন্ডা হয়। এরই জেরে রাত ৯টার দিকে গ্রামের একটি দোকনের সামনে কাঁচা সড়কের উপর নিহত ও দন্ডিত দুই পরিবারের মধ্যে মারামরি বাধে। এর এক পর্যায়ে মাথায় লাঠির আগাতে আহত হন ডালিম। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেবার পথে মারা যান। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৭ জনের নামে মামলা করেন নিহতের পিতা। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার তঃকালীন পরিদর্শক ওমর খৈয়াম ২০১৯ সালের ২০ নভেম্বর আদালতে ৫ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত ৪ জনকে দোষি সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে দন্ডিত করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।