চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সামাজিক নিরীক্ষণ ও কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রশিক্ষনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।