চাঁপাইনবাবগঞ্জে সওজ কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীররা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। আজ বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা সড়ক ভবনের সামনে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের জেলা শাখা এই কর্মসূচী পালন করে। সওজ  মাষ্টাররোল কর্মটারীদের বেতন সমস্যা নিরসন ও রাজস্বখাকে অর্ন্তভূক্ত করা সহ ৭ দফা দাবি আদায়ে এসব কর্মসূচী পালন হয়। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখা সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অনান্যরা। বক্তারা বলেন, দ্রুত মাসিক বেতন সমস্যাসহ সওজের ২৭ ও ৭ মামলার অর্ন্তভূক্ত কর্মচারীদের বেতন ও পেনসন নীতিমালা চূড়ান্ত করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।