চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুরে মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ। শনিবার রাতে মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এসময় তিনি বলেন, তার ভাই মুগ্ধ সেবা করতে করতে শহিদ হয়েছে, এই সেবার মনোভাব সে স্কাউটিং থেকেই অর্জন করেছিল। তোমরাও যারা এখন স্কাউটটিং করছ, আগামী দিনে তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এ প্রত্যাশা বাংলাদেশ স্কাউটসের।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক লিয়াকত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা।
পরে ক্যাম্প ফায়ার, স্কাউট সদস্যদের একক, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের চারটি মুক্তদলসহ শতাধিক স্কাউট সদস্য তিন দিনের এ সমাবেশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।