চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও শিশুর অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠি এবং বেসরকারি খাতের ফোরামগুলোর সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সভাটির আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। মানপুর বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন ব্যবসায়ী প্রতিনিধি। অনুষ্ঠানে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।