চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে হেরোইনসহ ৩ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর এলাকায় সড়কের উপর অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরাইনসনহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। পদ্মার চর হতে হেরোইন বিক্রির জন্য শহরে পরিবহনকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার কৃতরা হল সদর উপজেলার শাজাহানপুর এলাকার মাহবুর রহমানের ছেলে মোমিন আলী, একই এলাকার তাইনুসুর রহমানের ছেলে নাসিম উদ্দিন ও জোবেদ আলীর ছেলে লতিফুর রহমান। র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় দারিয়াপুর বাজারে পদ্মার চর থেকে আনা হেরোইন বিক্রি করা হচ্ছে, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ঐ ৩ যুবককে হাতেনাতে আটক করা হয়। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতেনাতে গ্রেপ্তাররা মাদক কারবারি চক্রের সদস্য। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।