চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে ১৬ পিস নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেনসহ রফিক নামে এক ব্যাক্তি আটক হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডেও বালুবাগান মহল্লায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়। আজ সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযানটি চালানো হয়। মামলা দিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।