চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদককে না বলুন, সুস্থ সুন্দুর জীবন গড়ুন, মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে- স্লোগানে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগর শহরের রেহাইচর দিপালী সংঘের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের  উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলে, রেহাইচর বালিকা, উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ আলম জেম, রেহাইচর দিপালী সংঘ সাধারন সম্পাদক শরীফুল ইসলামসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেলাপ্রেমী জনতা। অনুষ্ঠান শেষে চ্যম্পিয়ন ও রানার্সঅ্যাপ দলের মধ্যে মাদকবিরোধী ট্রফি ও মেডেল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ বাক্য ও মাদককে না বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শেষে মাদকবিরোধী গম্ভীরা পরিবেশনা করেন প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দ্যেশে বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি।