চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধুসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সাঁতারপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সাঁতারুদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষে নয়টি গ্রুপের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৩৬ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানের ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা সাঁতার কোচ মো. খালেকুজ্জামান।