চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রবিউল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও পৃথক আরেকটি অস্ত্র মামলায় আকতারুল হক নামে একজনকে ১০ বছর কারাদ- দেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মিজানুর রহমান আলাদাভাবে মামলা দুটির আসামিদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
মাদক মামলায় দ-প্রাপ্ত রবিউল ইসলাম সদর উপজেলার রামজীবনপুর-কাচারীর আনোয়ার হোসেনের ছেলে। আর অস্ত্র মামলায় দ-প্রাপ্ত আকতারুল ইসলাম জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের এন্তাজ আলীল ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ১৩ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আকতারুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র্যাবের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই বরুন সরকার ২০২১ সালের ৩১ জানুয়ারি আকতারুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদন্ড দেন।
অপর মামলার এজাহারের বরাত দিয়ে আবদুল ওদুদ আরো জানান, ২০২৩ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার বটতলাহাট-শান্তিমোড় সড়কের চৌধুরী মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরদিন র্যাবের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।