চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।
৭ বছরে পর্দাপণ উপলক্ষে বুধবার বেলা ১১টায় শহরের বিশ্বরোড মোড়ে মডেল প্রেস ক্লাবের হল রুমে এসবের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাওলানা মো. আব্দুল মতিন, দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম রঞ্জু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জহুরুল হক, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গোমস্তপুর উপজেলা প্রতিনিধি ও স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিন পারভেজ।
সভাপতিত্ব করেন মডেল প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস সিহানুক শান্ত। সঞ্চালনা করেন মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেন, সময় টিভির জাহাঙ্গীর আলম, অনলাইন টেলিভিশন প্রহর টিভির জেলা প্রতিনিধি রিপন জামান, মডেল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন রুবেলসহ সব সদস্য।
সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে ক্লাবের সাবেক সদস্য প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।