চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি-টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য শোভযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিষ্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক (উপ-সচিব) উজ্জল কুমার ঘোষ। অটিষ্টিক শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শরীয়তুল্লাহ, অটিষ্টিক শিশুদের নিয়ে কর্মরত ‘এঞ্জেলস গার্ডেন’ পরিচালক আমিনুল ইসলাম সহ বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন,অটিষ্টিকরা কোনক্রমেই সমাজের বোঝা নয় বরং ধৈর্য়্য ধওে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারলে তারা সমাজের সম্পদ। কাজেই তাদের অবশ্যই সমাজের মূলশ্রোতে সামিল করতে হবে। টেকসই সুন্দর সমাজ বিনির্মাণে তারা যথেষ্ট অবদান রাখতে পারবে।