চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ছয় মাসের অগ্রগতি পর্যালোচনা এবং পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং দিকনির্দেশনা প্রদান করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম ও শাহাদাত হোসেন, জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জোনের সকল জোনাল ম্যানেজার, আঞ্চলিক ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ। সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার।
সভায় মোট ৯ জনকে উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়।