চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শান্তা খাতুন নামে এক তরুণী গৃহবধুর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাহফিক আলীর স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫নং ওয়ার্ডের বালুবাগান মহল্লার মৃত ফেলুরুদ্দিনের মেয়ে। প্রায় ৪ বছর আগে বিয়ে হওয়া শান্তার আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে। স্বামী বিদেশে থাকায় শান্তা সন্তানকে নিয়ে পিতার বাড়িতে থাকতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে খাবারের পর নিজ ঘরে ঘুমাতে যান শান্তা। বিকেল পৌনে ৩টার দিকে শান্তার শাশুড়ি শান্তার মাকে ফোন করলে কথা বলানোর জন্য শান্তাকে ডাকতে যান তাঁর মা। কিন্তু ডাকাডাকিতে তিনি সাড়া না দিলে ঘরের জানালা দিয়ে শান্তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এ সময় চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এসে মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিকেল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শান্তা আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শান্তার ভাই আলিফ আলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পুলিশ শান্তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ।