চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সদর থেকে ১২, গোমস্তাপুর থেকে ১২ এবং নাচোল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী, মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আজ বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।