চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রয়াসের বৃক্ষ রোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই-২৪ স্মরণে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াসের সমৃদ্ধি প্রকল্পের আওতায় চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-১ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক(কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সহকারি পরিচালক মু তাকিউর রহমান, ইউনিট-১ এর ব্যবস্থাপক অজিউর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ অন্যরা।
এসময় ইউনিট-১ অফিস প্রঙ্গনে বনজ ও ফলদ গাছের চারা রোপনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির প্রায় ৫০জন তরুণ-তরুনীর মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)।