চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু শনাক্ত নেই, ডায়রিয়ায় আক্রান্ত ৪৫ জন
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে চারজন ডেঙ্গু রোগী ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভর্তি থাকা রোগীদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
এদিকে জেলায় ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হলেও এ সময়ের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ৫৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।