চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়ে বাড়ি ফেরা পথে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ফাতিমা খাতুন (১০) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর ভবানীপুর মহল্লার মো. ইসমাইল হোসেনের মেয়ে।
সোমবার বিকেলে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও স্থানীয় সূত্র জানান, সোমবার বিকল সাড়ে ৫টার দিকে প্রাইভেট পড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ফাতিমা। পথে বাঁশবাড়িয়া চৌমুহনি মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।