চাঁপাইনবাবগঞ্জে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণসহ শিশু কল্যান বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।