চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন জুলাই শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধাসহ জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত সম্মিলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেস ড. সফিকুল বারী, পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ঢাকায় নিহত শহিদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, মতিউর রহমানের ছেলে ইসমাইল হোসেন, আহত জুলাই যোদ্ধা সাগর আহমেদ ও শহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, লিমা আক্তারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক-জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে একটি বৈষম্যহীন দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্মিলনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, পাবিলক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই যোদ্ধা সাব্বির আহমেদের বক্তব্যের শুরুতে জুলাই যোদ্ধাদের একাংশ তাকে বক্তব্য দিতে নিষেধ করে। এসময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় সাব্বিরের বক্তব্য পণ্ড হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।