চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস কর ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’-প্রতিপাদ্যে এবং উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে শোভাযাত্রাটি জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাক, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ, জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাঈদসহ অন্যরা।