চাঁপাইনবাবগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবজ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অলিম্পিয়াডে জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে অংশ নেয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা। ৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই নির্বাচনী অলিম্পিয়াডের আয়োজন করে।

অলিম্পিয়াড শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সুজনের সহ-সভাপতি মাসিদুর রহমান এবং সঞ্চালনা করেন সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক বিলকিস আরা মহুয়া, সহকারী অধ্যাপক শামিমা আক্তার জুঁই, প্রভাষক আনোয়ার হোসেন, সদর উপজেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি আসাদ, পৌর সুজনের সভাপতি জমসেদ আলী ও পৌর সহ-সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক ও সুজন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।