চাঁপাইনবাবগঞ্জে  গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

oplus_0

নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন ইউনিয়নে গরিব দরিদ্র মানুষেরা এ আদালতের মাধ্যমে অভিযোগ করে বিচার ও সমাধান পাচ্ছে। সেই সাথে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ও অবগত হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নিবার্হী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার জাকির মুন্সি, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।