চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা, বহির্বিভাগে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, নাচোলে ১ জন পুরুষ এবং ভোলাহাটে ১ জন মহিলা রোগী রয়েছেন।

বর্তমানে জেলায় ১৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ১ জন এবং ভোলাহাটে ২ জন রোগী চিকিৎসাধীন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও নাচোল থেকে ১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৫১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।