চাঁপাইনবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোমস্তাপুর উপজেলা থেকে আজমাইল হোসেন নামে এক তরুণের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্র এবং পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাধাইপুর গ্রামে নিজ বাড়ির ষ্টোরঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় আজমাইলকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং গোমস্তাপুরের রহনপুর পিএম কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে আজমাইল ছাড়া কেউ ছিল না। বাড়ির প্রধান গেট ভেতর থেকে আটকানো ছিল। পরিবারের সদস্যরা বাড়ি এসে আজমাইলকে ডেকে না পেয়ে বিকল্প উপয়ে বাড়িতে প্রবেশ করে ষ্টোরঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আজমাইল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।