চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে দুই দিনের কৃষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে দুই দিনের কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে গত সোমবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।
দুই দিন প্রশিক্ষণ দেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, এই প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এম.এম. আমিনুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. বুলবুল আহম্মেদ ও মো. আব্দুল হালিম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ ও মো. নাঈদ উদ্দিন সরকার।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
সোমবার প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এ আজিজুর রহমান।