চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলাশহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ও ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দল মতিন। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মোহা. আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক ছাড়াও জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।