চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে পৌরসভার চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা মামুন অর রশিদ, একাউন্টস অফিসার আহসান হাবিব, গোলাম ফারুক, গোলাম মোস্তফা, উপজেলা ট্যাগ অফিসার আব্দুল মতিনসহ আরও অনেকে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ৪৬ দশমিক ২১০ মে.টন চাল বিতরণ করা হয়েছে।