চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা

চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানি, স্বাস্থ্যম্মত পায়খানা ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাস বিষয়ক স্পেশাল প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিসিডিবি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়াশ বিজনেস প্লান প্রকল্প এই সভার আয়োজন করে। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস সভার উদ্দেশ্য তুলে ধরেন। এসময় সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রকল্পের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের পরামর্শ ও মতামত গ্রহণ করেন। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জন পলাশ হাঁসদা এই এলাকার পানি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং এলাকার অবস্থা বিবেচনা করে পরবর্তীতে কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা আনোয়ার হোসেন, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও মুস্তাফিজুর রহমান, (ঝিলিম, গোবরাতলা, বারোঘরিয়া, মহরাজপুর ও ইসলামপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।