চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই জানিয়েছেন—সপ্তাহের যেকোনো দিনে তফসিল প্রকাশ করা হবে এবং তফসিল-পূর্ব প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগই সম্পন্ন হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, বক্তব্য রেকর্ডের প্রস্তুতি

সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়া সিইসির তফসিল ঘোষণার বক্তব্য রেকর্ড করার জন্য সোমবার বাংলাদেশ বেতার ও বিটিভিকে পত্র পাঠানো হবে।

ভোটের সময় এক ঘণ্টা বাড়ল

আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে সকালে আধাঘণ্টা ও বিকেলে অতিরিক্ত আধাঘণ্টা সময় পাবে ভোটাররা।

ভোটার তালিকা ও ভোটকর্মী নিয়োগ

নির্বাচন কমিশনার জানান—

দুটি নির্বাচন একসঙ্গে—সতর্ক ব্যবস্থাপনা

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন হওয়ায় সময় ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

গণভোটের প্রচারণা ও ভোটার নির্দেশনা

সানাউল্লাহ জানান—