চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামচন্দ্রপুর হর্টিকালচারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন ও সিএমও সিভিল রোকনুজ্জামানসহ ২০ জন সিসিএজি সদস্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।