গোমস্তাপুরের চৌডালায় শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে শীতার্ত ও দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফ উদ্দিন, নারী সদস্য রেবিনা ও সামেনা বেগমসহ এলাকার ব্যক্তিরা। এ সময় ওই ইউনিয়নের ২০০জন শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।