গোমস্তাপুরে মিলন মেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও রক্তের গ্রুপ নির্ণয়

‘মানবসেবায় আমাদের বন্ধন অটুট থাকুক’ এই স্লোগানে গোমস্তাপুরে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামে দুবইল হাফেজিয়া মাদরাসায় এসব কর্মসূচির আয়োজন করে প্রভাতী রক্তদান সংগঠন। রক্তদাতাদের মিলনমেলা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব দেন, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের অধ্যক্ষ মেসবাহুল আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, অর্থপেডিক সার্জন ডা. নাজির হোসেন, প্রভাতী রক্তদান সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলাম, চাড়ালডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক আল জুবায়েরসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রভাতী রক্তদান সংগঠনের সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বার্ষিক মিলনমেলায় সহস্রাধিক রক্তদাতা অংশগ্রহণ করেন।