গোমস্তাপুরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃ*ত্যু
গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৬ বছর বয়সী রুপাইয়া খাতুন নামে এক শিশুর মৃ*ত্যু হয়েছে। রপাইয়া জেলার শিবগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের রহমত আলীর মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বোয়ালিয়া ইউনিয়নের দরবারপুর গ্রামে বাবা-মা’র সাথে নানা শরিফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রুপাইয়া। ওইদিন বিকাল ৩টার দিকে সে নানাবাড়ির পাশে একটি দোকানে জুস কেনার জন্য সড়ক পারাপারের সময় ভ্যানের ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোর সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দারেশ আলী বলেন, ঘটনার পর ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।