গোমস্তাপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্তের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি জিন্নাউল আওয়াল। এসময় বক্তব্য দেন— উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল।
মানববন্ধনে উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাসহ প্রতিষ্ঠানের পরিচালক, প্রতিষ্ঠান প্রধান, কর্মচারীরাও অংশ নেন।