গোমস্তাপুরে ধ্বংস করা হয়েছে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৌনে দুই লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে অভিযান চালিয়ে জালগুলো আটক করে।
অভিযানে ১৫টি চায়না দুয়ারি জাল ও ১টি সুতি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো রহনপুরস্থ বুড়িতলা ঘাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপস্থিত হয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসিরউদ্দিন, বিজিবির রহনপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো. কালামসহ অন্যরা।
গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বুধবার পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে অভিযান চালায়। অভিযানে ১৫টি চায়না দুয়ারি জাল ও ১টি সুতি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পৌনে দুই লাখ টাকা। এই অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেয়া হয়।
পরে জব্দকৃত জালগুলো বুড়িতলা ঘাটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিশাত আনজুম অনন্যার নির্দেশনায় পুড়িয়ে ফেলা হয়।