গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলি। অন্য অতিথিদের মধ্যে উপজেলা ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। এতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শেষ্ঠ বক্তা নির্বাচিত হন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগি আফিফা ইয়াসমিন। বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষক নুরুজ্জামান বাবু। পরে রুখবো দুর্নীতি, গড়বে দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সভাকক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।