গোমস্তাপুরে তারণ্য ও প্রাইমারী ফুটবল ক্যাম্পের সমাপনী
গোমস্তাপুর ২১ দিন ব্যাপী তারুণ্য ও প্রাইমারি ফুটবল ক্যাম্প শেষ হয়েছে। আজ বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ মাঠে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রহনপুর ফুটবলদলের সহযোগিতায় অনুষ্ঠিত সমাপনী ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসাহাবুর রহমান, বাফুফের কোচ আব্দুর রাজ্জাক, কোচ মিনার, ফুটবল ক্যাম্পর পরিচালক ইফতিখার মাসরুর শুভ, ক্যাম্প সহযোগী পরিচালক আজিজুল রহমান আজু ও শামসুদ্দিন। উল্লেখ্য ৬০ মেধাবী ফুটবলার ও ৩০ জন আবাসিক ক্যাম্প খেলোয়াড় এ ক্যাম্পে প্রশিক্ষণে অংশ নেন।