গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

গোমস্তাপুরে পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নূর আমিন ওরফে আমিন বাবু নিহত হয়েছেন। নিহত আমিন বাবু গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা পশ্চিমপাড়া গ্রামের গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহি ও নিহতের শিশুপুত্র জুনায়েদ। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর থেকে দেওপুরাগামী আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক এর চালক যশোরের সাধনকে আটক করা হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, একই মোটরসাইকেলে নুর আমিন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে গোমস্তাপুরের দিকে আসছিলেন। এসময় একইদিকগামী ট্রাক ও মোটরসাইকেলের পাশ থেকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে তার স্ত্রী রক্ষা পেলেও আহত হন পিতা-পুত্র। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী যাবার পথে দুপুর ২টার দিকে মারা যান নূর আমিন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।