গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও স্থানীয় সরকার দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বেলা দশটায় শোভাাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার । অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল। এ ছাড়া রহনপুর পৌরসভা ও রাধানগর ইউনিয়ন পরিষদ জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালন করেন। রাধানগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাাযাত্রা বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।