গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে বোরো ফসলের আবাদ বৃদ্ধিতে উপকারভোগী কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পরে একই স্থানে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, উপকারভোগী কৃষকসহ অন্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৭৬৫ হেক্টর জমিতে বোরো ফসল আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১ হাজার ২৯০ উপকারভোগী ধান চাষীকে এ প্রণোদনার সহায়তা দেয়া হচ্ছে। ১বিঘার জমির জন্য ৫ কেজি বোর ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার দেয়া হচ্ছে ।