গোদাগাড়ীতে নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ বিষয়ক কর্মশালা

রাজশাহীর গোদাগাড়ীতে আর্থিক পরিষেবায় নারীর আগ্রযাত্রা শীর্ষক ‘‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করণ’’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ গোদাগাড়ীর সাফিনাপার্কে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মহাব্যবস্থাপক সেলিনা শরীফ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির যুগ্ম-পরিচালক (গবেষণা ও পাবলিকেশন শাখা) রনজিত কুমার সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওয়ারদাতুল আকমাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(সুপারভিশন) শামসুল আরেফিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক পঙ্কজ কুমার সরকার, এনজিও শতফুল বাংলাদেশ এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ও তাদের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল পরিদর্শনের সময় প্রয়াসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, জেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, শাহদাৎ হোসেন সহ অন্যরা।