গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা কোনাল

 

প্রথমবারের মতো জ্যাজ ঘরানার গানে কণ্ঠ দিলেন আলোচিত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। শিরোনাম চূড়ান্ত না হওয়া গানটির কথা লিখেছেন স্থপতি, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, সুরকার ও এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। এখন চলছে ভিডিওর নির্মাণের কাজ। শিগগিরই গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে কোনালের জ্যাজ ঘরানার গানটি প্রকাশ পাবে। এ নিয়ে কোনাল বলেন, ‘এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে আগেও বেশ কিছু গান গেয়েছি। আমার শিল্পীজীবনে গাওয়া গানগুলো থেকে সেগুলো একেবারেই ভিন্ন ধাঁচের। তাঁর প্রতিটি সৃষ্টি গতানুগতিক ধারা থেকে একেবারেই আলাদা। তাঁর গীতিকবিতা ও সুরে যে বৈচিত্র্য, তা দারুণভাবে মনকে নাড়া দেয়। তারপরও নির্ঝর ভাই যখন জ্যাজ ঘরানার গান গাওয়ার প্রস্তাব দেন, তখন ঠিক গাইতে পারব কিনা, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তখন নির্ঝর ভাই সাহস জুগিয়েছিলেন এই বলে যে, গায়কিতে কোনো পরিবর্তন আনতে হবে না, সুর ঠিক রেখে গাইলেই হবে। শেষমেশ তাঁর নির্দেশনা মেনে গানটি নিজের মতো করেই গেয়েছি। রেকর্ডিং শেষে অনেকে যখন কাজটি পরিকল্পনামাফিক হয়েছে বলে জানিয়েছেন, তখনই কেবল স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পেরেছি। এখন শুধু গান প্রকাশের পর শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষা। এদিকে নতুন এই একক গান ছাড়াও আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কোনাল। সর্বশেষ তাঁর গাওয়া ‘ময়না’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। গানটিতে কোনালের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ডি’রকস্টার তারকা নিলয়। অন্যদিকে এনামুল করিম নির্ঝর ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছেন তাঁর কথা ও সুরে বিভিন্ন শিল্পীর গাওয়া ভিন্ন ধাঁচের সব গান। গত বছর নন্দিত এই গীতিকবি ও সুরকার ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের আরেকটি নতুন আয়োজন শুরু করেছিলেন। শিরোনাম ‘যেটা আমাদের নিজের মতোন’। এ আয়োজনে ৫৪ জন শিল্পী গেয়েছেন মোট ৬৩টি গান; যেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।