গল টেস্ট: বৃষ্টির আগে মুশফিক-লিটনের দাপট
১৩১তম ওভারের দ্বিতীয় বল। লঙ্কান বোলার মিলান রতœায়েকের বলটি মুশফিকুর রহিমের প্যাডে লেগে বেরিয়ে গেল।সঙ্গে সঙ্গে লেগ বিফোরের আবেদন করল শ্রীলঙ্কা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিও নিল তারা। এরমধ্যে দৌড়ে ৩টি লেগ বাই পূর্ণ করলেন মুশফিক ও লিটন। রিভিও টিকলো না।
কিন্তু এরপরেও গলের আকাশ মেঘে ঢেকে গেল এবং আম্পায়াররা মাঠ ঢেকে দেওয়ার ইঙ্গিত দিলেন। আলোক স্বল্পতায় খেলা থেমে গেল। কিছুক্ষণের মধ্যে মাঠ ঢেকে দেওয়া হলো। দুই দলের খেলোয়াড়রাও বেরিয়ে গেলেন, আর বৃষ্টি শুরু হলো। এ তো গেল বৃষ্টির কথা। এর আগের পুরোটা সময় গল নিজেদের দখলে রেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গতকাল বিকেলেই। আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ২৭৯ বলে ১৪৮ রান করে বিদায় নিলেও মুশফিককে টলাতে পারেনি লঙ্কানরা। ব্যক্তিগত ১৫০ পেরিয়েও বহাল তবিয়তে বোলারদের শাসন করছেন তিনি। ৩২৫ বলে ১৫৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন মুশি।মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। ৮৪ বলে ৬১ রান করে ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটার। দুজনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ১১৪ রান। এর আগে শান্তর সঙ্গে মুশির জুটিতে আসে ২৬৪ রান (৪৮০ বলে)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান তুলেছে বাংলাদেশ।