গণঅভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতির গেজেট প্রকাশ

ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় অতি গুরুতর ৪৯৩ জন আহতদের ‘ক’ শ্রেণিতে ও গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রাখা হয়। আহতদের ধরন ভেদে ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ জানুয়ারি গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।