গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে স্মরণসভার সিদ্ধান্ত
গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সুবিধাজনক কোনো দিনে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।