কোপা দেল রে ফাইনালে ১১ বছর পর মুখোমুখি বার্সা-রিয়াল

সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।