কালো পোশাকে ভয়ংকর লুকে নুসরাত ফারিয়া


আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন ৩’। তার সপ্তাহ তিনেক আগেই প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে। তাদের মাঝে কালো পোশাকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন টু’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।
‘জ্বীন থ্রি’র পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকে চিনতেই পারেনি। নায়িকার এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের- তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে
‘জ্বীন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এ নির্মাতা বলেন, ‘‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলেছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।’