কারিনা কাপুরের প্রেমিক জেন-জি অভিনেতা
বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়গুণে দর্শকদের মুগ্ধ করে চলেছেন কারিনা কাপুর খান। দুই সন্তানের জননী ও নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও ক্যারিয়ার—দুইই দারুণভাবে সামলাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের দাপুটে প্রত্যাবর্তনের পর বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
কারিনা কাপুর খান এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন একদম নতুন এক রূপে। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী একটি নতুন ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টেও কাজ করেছেন। একটি সূত্রের বরাতে ডেকান ক্রনিকল জানায়, ‘কারিনাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যতিক্রমধর্মী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব আনবে। স্ক্রিপ্টটি অনেকটা মজার ধাঁচের, প্রচলিত ধারা থেকে আলাদা এবং কারিনা এই চরিত্রে একদম মানিয়ে গেছেন।’
ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এতে বয়সের দিক থেকে কারিনার চেয়ে অনেক ছোট অভিনেতার সঙ্গে তার রোমান্স। যদিও এখনও তরুণ এই অভিনেতার নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি বয়সে কুড়ির কোঠায়। বিষয়টি ঘিরে বলিউডে ফের উঠে এসেছে ‘বয়সের ব্যবধান’ নিয়ে পুরনো বিতর্ক। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে ১৮ বছর বয়সী সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধার প্রসঙ্গেও তীব্র আলোচনা হয়, যেমনটি অতীতে সালমান খান, অক্ষয় কুমার কিংবা অজয় দেবগনের ক্ষেত্রেও দেখা গেছে।
কারিনা সর্বশেষ দেখা গেছেন রোহিত শেঠির ‘সিংঘম এগেইন’ ছবিতে, যেখানে অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অক্ষয় কুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।
এদিকে ভূতের চরিত্রের পাশাপাশি কারিনা এখন ব্যস্ত মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ নিয়ে। এ ছবিতে তার বিপরীতে থাকবেন প্রিথ্বিরাজ সুকুমারান। সমাজ সচেতন ও অপরাধভিত্তিক গল্পের এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষভাগে অথবা ২০২৬ সালের শুরুর দিকে।
তবে নতুন ভূতের এই ছবিটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ছবিটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।