কারাতে প্রতিযোগিতায় মাদককে ‘না’ বললেন প্রতিযোগীরা
‘খেলাধুলায় বাড়ে বল, ‘মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয় হোক জীবনের জয়’ এমন সব স্লোগানকে বুকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামূল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামূল হক নাহিদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জুডো, কারাতে, বক্সিং অ্যাকাডেমির সদস্য ছাড়াও কারাতেপ্রেমী দর্শক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপস্থিত দর্শক ও কারাতেদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে ছয়টি গ্রুপের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৮ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আহ্বান জানানো হয়।